Edit Content

সম্মানিত আইনজ্ঞ ভাই ও বোনেরা,
আপনাদের সুদৃষ্টি কামনা করে একটা বিষয়ের উপর আলোকপাত করতে চাচ্ছি। আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, তারা কমবেশী ভাল করেই জানি দেশের আইন শৃংখলা পরিস্হিতি ধর্মীয় পরিমণ্ডলে কেমন যাচ্ছে। বিশেষ করে ৯০% অধ্যুষিত মুসলিমদের ধর্মীয় কার্যক্রম যেখানে দিন দিন প্রচার প্রসার পাওয়ার কথা সেখানে বিশেষ করে সরকারের ভয়াল থাবা ও শিরক বিদআত আমাদেরকে নতজানু করে দিচ্ছে। বলতে গেলে বর্তমানে ইসলামী সংস্কৃতি নাই বললেই চলে। আমরা যে কয়জন যাও চেষ্টা চালিয়ে যাব বলে সঙ্কল্প করতে চাছি, তারাও হয়ত এক সময়ে দম হারিয়ে ফেলবো, শয়তানের জাগতিক বেড়াজালে। অশনি সংকেত হলো পরবর্তি প্রজন্মের কাছে আমরা ঋনী থাকবো সেই শেষ বিচারের ফয়সালা পর্যন্ত।

২০২১ সন থেকে বিশ্বাস অর্জনে বদ্ধপরিকর

Legitimacy.Life একটি সমাজসেবা সংস্থা। আমরা মানবতা এবং নাগরিকের আইনগত অধিকারের জন্য লড়াই করছি। Legitimacy.Life এমন এক উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে আপনি লোকদের সহায়তা করার জন্য আপনার মতামত প্রকাশ করতে পারেন।

0

যোগ্যতাসম্পন্ন আইন বিশারদগণ

0

মোকাদ্দমা সমূহ

0

সমাপ্ত মোকাদ্দমা গুলি

0

অর্জিত মোকাদ্দমা গুলি

Legitimacy.Live একটি সমাজসেবা সংস্থা। আমরা মানবতা এবং নাগরিকের আইনগত অধিকারের জন্য লড়াই করছি। ব্যাক টু দ্য রুট এমন এক উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে আপনি লোকদের সহায়তা করার জন্য আপনার মতামত প্রকাশ করতে পারেন।

Founded in 2000 with trust

Commercial Law Firm with a Commitment to Innovation

Today, Barry’s is on the cusp of continued global expansion with over 100,000 members working out weekly in studios in over a dozen different countries.

আমাদের আইন বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন

কথা বলুন আমাদের আইনজ্ঞের সাথে

01711 890077

আমাদের সোশ্যাল মিডিয়া

৩০০ শত বৎসরের আইনের ধারাগুলোর পর্যালোচনা করে কাজ করা হয়

আমাদের ইসলামী কৃষ্টি ধারণ, লালন ও বিকাশের সংস্কৃতিটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর জন্য আমরা কঠোর পরিশ্রম করতে অঙ্গীকারাবদ্ধ। আমরা আপনার সাথে এই ভ্রমণে একাত্ততা প্রকাশে ইচ্ছুক।

আইনজ্ঞ নিয়োগ ও বেতন ভাতা

আইনজ্ঞ নিয়োগে আমরা খুবই তৎপর বিষয় ভিত্তিক কেইছ গুলিতে। যার যেখানে প্রজ্ঞা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সঞ্চিত আছে তাকেই সেখানে নিয়োজিত করার ঐকান্তিক আগ্রহ দেখাব। আর্থিক বিষয়টা উভয় পক্ষের বিবেচনায় উঠে আসবে।

আইনজ্ঞ অবশ্যই কেইছ পরিচালনার ক্ষেত্রে পূর্বের এই সংক্রান্ত কেইছগুলির মেরিট দেখে অবশ্যই কৌশল নির্ধারণ করবেন।

দেশজ প্রভাব কেইছ পরিচালনার ক্ষেত্রে অবশ্যই বড় ভূমিকা রাখবে, তার প্রতি আমাদের নজর সব সময় প্রতিফলিত হবে।

সুরা আল মায়িদা: ৮

ইনসাফ কর, এটা তাকওয়ার অতীব নিকটবর্তী।

সুরা নিসার: ৫৮

আল্লাহপাক সুরা নিসার ৫৮ নম্বর আয়াতে ইরশাদ করেন :‘তোমরা যখন মানুষের মধ্যে বিচার-মীমাংসা করবে, তখন ন্যায়ভিত্তিক ফায়সালা করবে।’ সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপন-পর, ধনী-গরিব, উঁচু-নিচু কোনো পার্থক্য নেই। যে-ই ক্ষতিগ্রস্ত হোক না কেন, ন্যায়ের মানদণ্ড অবশ্যই ঠিক রাখতে হবে।

সুরা মায়েদা, আয়াত-৮

‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশে ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায়বিচার থেকে সরে যাবে না। সুবিচার করো, এটাই খোদাভীতির নিকটবর্তী, আল্লাহকে ভয় করো। তোমরা যা করো অবশ্যই আল্ল¬াহ তা ভালো করেই জানেন।’

সুরা নিসা, আয়াত-১৩৫

‘হে ইমানদারগণ! তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষীস্বরূপ, যদিও তা তোমাদের নিজেদের এবং পিতা-মাতা ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে হয়। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ কোরো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে অবগত আছেন।’

বুখারি, মুসলিম, মুসনাদে আহমদ

‘হজরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কঠিন হাশরের দিনে যখন মহান আল্লাহ তায়ালার আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোন ছায়া থাকবে না তখন মাত্র সাত শ্রেণীর মানুষ আল্লাহ তায়ালার আরশের নিচে ছায়া পাবে তাদের মধ্যে প্রথম হচ্ছে, ন্যায়পরায়র শাসক বাদশা বা বিচারক।

বুখারি : ৭১৫১

রাসুল (সা.) ইরশাদ করেন, ‘কোনো দায়িত্বশীল ব্যক্তি মুসলিম জনসাধারণের দায়িত্ব লাভ করল আর তার মৃত্যু হলো এই অবস্থায় যে, সে ছিল খেয়ানতকারী, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন।’

আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা আল্লাহ্ ও তাঁর রাসূলের (সাঃ) আদেশ অনুযায়ী কাজ করে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহ্ বলেন,

আর তোমাদের মধ্যে এমন একটি লোকদল হওয়া চাই যারা আহ্বান করবে কল্যাণের প্রতি, আর নির্দেশ দেবে ন্যায়পথের, আর নিষেধ করবে অন্যায় থেকে। আর এরা নিজেরাই হচ্ছে সফলকাম। (সুরা আলে ইমরান, আয়াত ১০৪)