অলাভজনক আইনি প্রতিষ্ঠান
দেশের সাধারণ জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা অর্জনের জন্য নিরলস কর্ম সম্পাদনের ব্রত নিয়ে কাজ করে যাওয়া এক মাত্র অলাভজনক প্রতিষ্ঠান। সরকারের অনেক কর্মকাণ্ড সাধারণ জনগণের মণপূত হয়না, কিন্তু তাই বলে কথায় কথায় সরকারের হাত ধরা বা নতজানু হওয়া, কোনটাই কাম্য নয়, যেহেতু দেশে আদালত প্রতিষ্ঠিত আছে, তাই তার কাছেই, ধরনা দেওয়া উচিৎ, এবং সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানের আবির্ভাব।
ইসলাম ধর্মের স্বকীয়তা রক্ষা করার চেষ্টায় নিয়োজিত।
আল্লাহ্ ও তাঁর রাসুল (সঃ) এর পথ নির্দেশ পালনে কার্যকরী ভূমিকা গ্রহণে বদ্ধপরিকর। ৯০% মুসলিম অধ্যুষিত দেশে ইসলামিী কালা কানুন প্রতিষ্ঠিত হওয়া উচিৎ বলে আমরা মনে করি, যদিনা দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করার মনোবাসনা থাকে। দেশের সংবিধান আমাদেরকে সেই সুযোগও দিয়েছে, আমরা মনে করি এর সঠিক আইনি প্রয়োগ প্রয়োজন, তাই আমাদেরও অভীষ্ট লক্ষ্য তার বাস্তবায়ন।
মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একটা সমাজ গঠনে সদা তৎপর
পরবর্তী প্রজন্মের কাছে একটা সুখী সমৃদ্ধ সমাজ উপহার দেওয়ার জন্য সবসময় সচেষ্ট। প্রকৃতপক্ষে মানুষের জীবনে চাওয়া পাওয়া খূব একটা বেশী নয়, যারা আল্লাহ্র উপর ঈমান রাখে, তাদের কথা আলাদা, আল্লাহ্ তাদের বিষয়ে বলেন, যে ব্যক্তি পার্থিবজীবন ও তার চাকচিক্যই কামনা করে, আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না। (সুরা হুদ, আয়াত ১৫) অতএব, এই নশ্বর পৃথিবীতে বসবাসের যোগ্য করতে হলে আমাদের কিছু মানবিক গুণাবলি অর্জন করা দরকার, যেখানে প্রয়োজনে আইনের সঠিক প্রয়োগ অবশ্যম্ভাবী, তা প্রতিষ্ঠিত করতে আমরা বদ্ধপরিকর।