Edit Content

সম্মানিত আইনজ্ঞ ভাই ও বোনেরা,
আপনাদের সুদৃষ্টি কামনা করে একটা বিষয়ের উপর আলোকপাত করতে চাচ্ছি। আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, তারা কমবেশী ভাল করেই জানি দেশের আইন শৃংখলা পরিস্হিতি ধর্মীয় পরিমণ্ডলে কেমন যাচ্ছে। বিশেষ করে ৯০% অধ্যুষিত মুসলিমদের ধর্মীয় কার্যক্রম যেখানে দিন দিন প্রচার প্রসার পাওয়ার কথা সেখানে বিশেষ করে সরকারের ভয়াল থাবা ও শিরক বিদআত আমাদেরকে নতজানু করে দিচ্ছে। বলতে গেলে বর্তমানে ইসলামী সংস্কৃতি নাই বললেই চলে। আমরা যে কয়জন যাও চেষ্টা চালিয়ে যাব বলে সঙ্কল্প করতে চাছি, তারাও হয়ত এক সময়ে দম হারিয়ে ফেলবো, শয়তানের জাগতিক বেড়াজালে। অশনি সংকেত হলো পরবর্তি প্রজন্মের কাছে আমরা ঋনী থাকবো সেই শেষ বিচারের ফয়সালা পর্যন্ত।

 মানি লন্ডারিং মামলায় গোল্ডেন মনিরসহ তিনজনের ১৭০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

মানি লন্ডারিং আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ তিনজনের ১৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।ব্যাংক হিসাব জব্দ হওয়া অপর দুজন হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ওরফে শফিক।

মঙ্গলবার (৮ জুন) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী গোল্ডেন মনিরসহ তিনজনের এসব হিসাব জব্দের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাদের ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

এর আগে গত ১১ মে বিকেলে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে গোল্ডেন মনিরের স্ত্রী রওশন আক্তার ও ছেলে রাফি হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।

গত বছরের ১০ ডিসেম্বর অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে আইনে মামলাটি দায়ের করা হয়।

  • Allah is the supreme Judge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − one =